ঐযে শিশু যায় যে ভিজে
বৃষ্টি ফোঁটার জলে
ঠাঁই নেই তো মাথা গোঁজার
এই ধরনীর তলে।
আকাশ ছোঁয়া অট্টালিকা
দেখনা ঠায় দাঁড়িয়ে
কেমন তর মানবতা
দেয় শুধু তাড়িয়ে।
গায়ের বসন শুকায় তার
গায়ের উষ্ণ তাপে
আমরা বলি, আমরা নাকি
সভ্যতার উচ্চ ধাপে!
ভীষণ জ্বরে মৃত্যু পথে
গা করে থর থর
কেউ নেই তার এই ভূবনে
অশ্রু ঝরে ঝর ঝর।
চোখের জলে ব্যথার সাগর
ভাবে যে তার অন্তর
আমি কি মানুষ! নাকি পশু?
কেন ফাঁকা প্রান্তর?
কেন আমি বৃক্ষ তলে?
আমার কিবা দোষ?
পেটের ভিতর আগুন কেন
মানে নাতো পোষ।
অনাহারেই জীবন যাবে!
এইনা বৃক্ষ তলায়!!
কেউ বুঝি নেই দয়াল মানুষ
আমার পথ চলায়।