শিশুরা সুন্দর, কচি পাতার মত কোমল তাদের মন, ফুলের মত পবিত্র তাদের চিন্তা। কিন্তু আজ যারা শিশু কিশোর কয়েক বছর পর ওরাই হবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকারী। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাজনীতিবিদ, কেউ উকিল, জজ, কেউ বিচারক, কেউ সরকারী কিংবা বেসরকারী গুরুত্বপূর্ণ পদের অধিকারী । আজকে আমার আপনার কিংবা আমাদের আশে পাশের শিশু সন্তানটিকে যদি আমরা সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে পারি তাহলে আমরাও সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ উপহার পাবো। তাই এই শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে আমাদের উদ্যোগ এই কচি পাতা। সম্পাদক : আলেয়া বেগম। ই-মেইল : kochipata3@gmail.com ফোন : ৭১৯৪৯০১, ০১৭১২১৯৪৯৫৫, kochipata3@gmail.com