
দেশের অনেক মায়েরা তাদের সন্তানদের নিয়ে কাজ করার ক্ষেত্রে যে সমস্যার মুখে পড়ে তা হলো শিশুকে কোথায় কিভাবে রাখবে কার কাছে রেখে অফিস করবে। এর মধ্যেই পাওয়া গেল একটি সুখবর। তা হল আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এ ডে-কেয়ার সেন্টার বা শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা অনুযায়ী প্রতিটি সরকারী দপ্তরে কর্মজীবি মায়েদের শিশু-সন্তানদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপন করার নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর সম্প্রতি ডে-কেয়ার সেন্টার বা দিবা-যত্ন কেন্দ্র চালু করেছে গত ১৪ অক্টোবর ২০১৮ তারিখে। প্রাথমিক পর্যায়ে ডে-কেয়ার সেন্টারে শিশুদের উপযোগী বিভিন্ন খেলনা, ব্রেস্ট ফিডিং বা দুধ খাওয়ানো এবং ঘুম পাড়ানোর ব্যবস্থার জন্য ম্যাট্রেস, পরিচ্ছন্নতার জন্য রুমটিতে উন্নত মানের কার্পেট প্রদান করা হয়েছে। শিশুদের সার্বক্ষণিক তদারকির জন্য আউটসোর্সিং এর মাধ্যমে একজন (১) শিশুপালনকারীর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কর্মজীবি মায়েদের চিন্তাহীনভাবে নিজ দায়িত্ব পালনের জন্য ডে-কেয়ার সেন্টারটিকে আরও মানসম্মতভাবে সজ্জিতকরণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।