শ্রমিক, শ্রমিক, শ্রমিক
বাংলাদেশেরই শ্রমিক,
তাঁরা কতইনা কষ্ট করছে
কষ্ট করেই তারা রোজগার করছে।
পরিশ্রম করে তারা
সাফল্য অর্জন করে,
পরিশ্রম করে তারা
ধনী হতে পারে,
তাঁদের এই কঠোর পরিশ্রম
একদিন কাজে লাগবে,
পরিশ্রমই তাদের ভালো পথে আনবে।
বাংলাদেশের সব শ্রমিকদের
আমরা শ্রদ্ধা জানাবো।
তাঁদেরই মতো পরিশ্রম করে
আমরা ভালো পথে চলবো।
এই পরিশ্রম করে তাঁরা
দূর্বল হয়ে পড়ে,
তবুও তারা এই
কঠোর পরিশ্রম করে।