অবরুদ্ধ মনের জানালা | জাহিদ হাসান

1
181
অবরুদ্ধ মনের জানালা | জাহিদ হাসান

অবরুদ্ধ মনের জানালা

জাহিদ হাসান

তোমার অবিভক্ত মনে
আমি বিভক্তির দেয়াল গড়ে দিয়েছি
ভারত বাংলাদেশ পাকিস্তানের মত।
খন্ড খন্ড করে দিয়েছি তোমার মানব জমিন
বিভেদের দেলাল গড়ে বিলিন করেছি
তোমার ভালবাসা সীমাহীন।

কথা ছিল ভালবাসার বন্ধন হলে
অদৃশ্য হয়ে যাবে বিভেদের এ দেয়াল
মুক্তি মিলবে সীমানা প্রাচীর ভেঙ্গে যাবে
মানুষে মানুষে গাইবে ভালবাসার জয়গান।
কখনো কখনো ভালবাসা বিভেদের দেয়াল তুলে
ছিন্ন বিছিন্ন করে দেয় মানবতার দেয়াল
নষ্ট করে দেয় সীমাহীন পথ
বুকের গভীরে জন্মানো মায়া স্বার্থপর করে দেয়
সে তোমায় ভালবেসে বুঝলাম।

এখন আর অবিভক্ত জমিন চাও না
চাও না সীমানা প্রাচীর হীন রাষ্ট্র
চাও না তুমি আমি হীন একটা মূহুর্ত
চাও না মনের জানালা উন্মুক্ত একটা ভুখন্ড।

আরও পড়ুন: যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় আসতে ১২ রুট

1 মন্তব্য

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.