অল এবাউট দ্য চিলড্রেন এর ৩য় প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী ও বা‌র্ষিক মিলন‌মেলায় শিশুদের আননন্দের একটি দিন । মোহাম্মদ শা‌ব্বির হোসাইন

0
1572

শিশুদের পড়ালেখার বোঝাকে হালকা করতে এবং নির্মল বিনোদন ও শিক্ষাকে আনন্দদায়ক করতে কাজ করে যাচ্ছে অনলাইন ভি‌ত্তিক শিশু‌দের সংগঠন All About The Children গ্রু‌প।

১২ জানুয়ারী ২০১৮ শুক্রবার  অল এবাউট দ্য চিলড্রেন(All About The Children)  গ্রু‌পের  ৩য় প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী ও বা‌র্ষিক মিলন‌মেলা অনুষ্ঠিত পল্লবী মা‌জেদুল ইসলাম হাইস্কু‌ল মা‌ঠে ।দিনব্যাপী শিশু‌দের জন্য এক বর্ণিল আনন্দঘন আয়োজন ছিল ।

26239253_1614405361970519_4163629580407762300_n 26733695_2016879761859183_474932104625199794_n 26238942_2016879818525844_964292735695678229_n26731441_2016881395192353_1123014986781375503_n

শিশু‌দের জন্য অনুষ্ঠান, শিশু‌দের নি‌য়েই অনুষ্ঠান, শিশু‌দের দ্বারাই অনুষ্ঠান – এ মূলম‌ন্ত্রে উজ্জী‌বিত হ‌য়ে সর্ব ক‌নিষ্ঠ পাঁচজন শিশু‌কে দিয়ে অনানুষ্ঠা‌নিকভা‌বে অনুষ্ঠা‌নের উদ্বোধন করা হয়।

এরপর জেনা‌রেল সে‌ক্রেটারী জনাব আকাশ আহ‌মে‌দ ও কো-‌চেয়ারম্যান শার‌মিন সুলতানা শাম্মীর শু‌ভেচ্ছা বক্ত‌ব্যের মাধ্য‌মে অনুষ্ঠান শুরু হয়। রাখী বহ্মচারীর নেতৃ‌ত্বে তাঁর সাংস্কৃ‌তিক দ‌লের প্রথম প‌রি‌বেশনা ছিল দলীয় সঙ্গীত। এরপর সকল শিশুরা এক‌ত্রে প‌রি‌বেশন ক‌রে ‘আমরা করব জয়’, ‘এক‌দিন ছু‌টি হ‌বে’র ম‌তো জন‌প্রিয় কয়েকটি গান।

মা‌ঠে বয়স ভি‌ত্তিক বি‌ভিন্ন ধর‌ণের খেলাধূলার আয়োজন করা হয়। সকল শিশুরা  মে‌তে উ‌ঠে আনন্দে। কিছু প‌রে গ্রু‌পের সম্মানীত চেয়ারম্যান শিশু‌শিক্ষা বি‌শেষজ্ঞ ড. সৈয়দ মনজুর ইমা‌মের আহবা‌নে মঞ্চে ও‌ঠেন আন্তর্জা‌তিক কাউ‌ন্সিলর ড. আলমাসুর রহমান। তি‌নি তাঁর সুন্দর সাবলীল বাচনভ‌ঙ্গি‌তে বাবা, মা’র সা‌থে শিশুর সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষ‌য়ে বক্তব্য উপস্থাপন ক‌রেন।

26231629_2016879925192500_4770801943361235078_n

এরপর নামায ও দুপুরের বির‌তি দি‌য়ে শুরু হয় শিশু‌দের ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান। শিশুদের  মা‌ঝে উপহার প্রদান করা হয়। অভিভাবকগণও অনেক আনন্দিত ও উল্ল‌সিত হন।

কিশোরগঞ্জ থেকে প্রখ্যাত ছড়াকার ও নাত্যকার ছাদেকুর রহমান রতন , খুলনা থেকে এজাজ ইবনে আনোয়ার ও তাঁর ১৩ সদস্যের টীম , কুষ্টিয়া থেকে পরিবারসহ বাবুল, আসলাম , রংপুর থেকে ফরহাদ, শিমুল, এহসান তাঁদের পরিবার সহ ঢাকায় এসে অনুষ্ঠানে যোগ দেন । কেরানিগঞ্জ থেকে লুবাবা ও তাঁর মা বাবা আসেন । সিলেট থেকে আহসানুল্লাহ, জামসেদ মিয়াজি, পারভেজ শিকদার, আসমা বেগম, শেলি, বরিশাল থেকে ফরহাদ, সীমা, সেলিনা এবং তাঁদের পুরো পরিবার  ঢাকায় এসে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন ।

26230514_2016880925192400_253695786984589156_n

26733604_2016880825192410_5794113490695726377_n26782247_2016889378524888_615424767_o 26733361_2016881158525710_3919669146023078965_nDSC02165

মিলনমেলায় কচিপাতা ম্যাগাজিন, বাংলার প্রকাশন, জে এম এসেট এন্ড প্রপার্টিজ লিঃ, লোটাস ওয়ার্ল্ড-কাপড়ের স্টল, সহ আরো কয়েকটি স্টল ছিল। ছিল খাবারের স্টল, হাওয়াই মিঠাইয়ের ব্যবস্থা, শীতের আমাজেকে দূর করার চেষ্টায় চা, কফির স্টল।

0101

 

 

 

 

 

 

 

 

 

 

 

সহযোগি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা। কচিপাতা ম্যাগাজিনকেও সম্মানান দেয়া হয়।

ছবি তুলেছেন : শামীম পারভেজ, রাসেল রহমান, সৈয়দ অনন্ত মুহাম্মদ, ইব্রাহীম খালেদ সহ আরো অনেকে।

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.