আমি মালি তুমি ফুল- রহীম শাহ

0
1225
আমি মালি তুমি ফুল- রহীম শাহ

তুমি যদি ফুল হও আমি তবে মালি

আমার সঙ্গী-সাথী গাছগাছালি।

সেই গাছে রোজ রোজ তুমি ওঠো ফুটে

মৌমাছি-প্রজাপতি আসে ছুটে ছুটে।

তুমি কে? কামিনি? বেলি? তুমি কি পারুল?

মালতি? শিউলি? জুঁই? রূপসী জারুল?

তুমি নীলমণিলতা? নাকি লাণ্টানা?

কুর্চি? ছাতিম? চাঁপা? হাসনুহানা?

তুমি কি নয়নতারা? আকাশের মিতা?

অথবা মাধবী? নীল অপরাজিতা?

হতে পারো কাঞ্চন, করবী, কদম,

সাপের ফণার মতো নাগলিঙ্গম।

গোলাপ, টগর, জবা, মাধবী, বকুল

দোপাটি, দোলনচাঁপা, পলাশ, শিমুল।

হতে পারো তুমি এক মধুমঞ্জরি,

তোমাকে সাজায় রোজ রূপসী পরী।

হতে পারো তুমি এক সূর্যমুখী

সারাদিন দাও তুমি আকাশে উঁকি।

কিন্তু জানো না তুমি, আমি আছি বলে

তোমার শরীরে রূপ সারাদিন জ্বলে।

তোমার কুসুমে ঢালি মধু রোজ রোজ

মৌটুসী পাখি করে সে মধুর খোঁজ।

রংধনু থেকে যত রঙ করে ধার,

সারাদিন রঙ করি শরীর তোমার।

আমি মালি আছি বলে তুমি ফুল ফোটো

বাতাসে সুবাস হয়ে চারদিকে ছোটো।

তুমি ফুল ফোটো বলে আমি আজও মালি

আমার সঙ্গী-সাথী গাছগাছালি।

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.