আলভী বলে, সিলভি বলে
রাস্তায় কেন রিকশা চলে?
এত এত গাড়ি কেন
কালো ধোঁয়ায় দূষণ করে?
কেন এত রাস্তাঘাটে
পথ চলাতে বিড়ম্বনা
কেন এত জ্যামের জ্বালায়
মন হয়ে যায় আনমনা?
রাস্তাঘাটের ফুটপাতে
কেন তারা দোকান পাতে
কেনইবা সব পথের মাঝে
নোংরা ফেলে করছে এমন
করছে না কেউ কোন শাসন?