হাজার নদীর দেশটি আমার
হাজার ফুলে ভরা
কি অপরূপ দেশটি আমার
সোনা দিয়েই ভরা।
সোনার মতো এমন খাঁটি
মাঠের কাদা ধুলো
আরেক খাঁটি আমার গাঁয়ের
কৃষক শ্রমিকগুলো।
পাখির গানে মেতে থাকে
আমার সোনারগাঁও
ধানের বুকে মাথা রেখে
ঘুমায় ডিঙ্গি নাও।
এমন দেশে জন্ম আমার
তাইতো গর্ব করি
ইচ্ছে আমার ভিন দেশে নয়
এই দেশেতেই মরি।