এই যে তুমি ফোকলা দাঁতে হাসো
রঙিন চোখে সব কিছুকেই দেখত ভালোবাসো
যার মাঝে নেই কোনো কৃত্রিমতা
রসের মাঝে, মধুর ভাঁজে ভিজিয়ে বলো কথা।
এসব কিছু ভীষণ ভালো লাগে
মন-দরিয়ায় ঢেউয়ের তালে আবেগগুলো জাগে।
তোমায় দেখে চোখ ফিরে না চাঁদের
মায়ের মুখে তোমার কথার শেষ নাকি নাই স্বাদের।
তাঁর আশারাই মেলে শত পাখা
ক’দিন পরেই ঘুরিয়ে দেবে এ-সংসারের চাকা।
অভাব-দুঃখ পালিয়ে যাবে সব
সুখ-পাখিরা নেমে কেবল করবে কলরব।