আজীবনের চাওয়া আমার
মধুর স্বপ্ন কেনা
স্বপ্ন খুঁজে ঘুমের কাছে
বাড়ে অনেক দেনা।
দিনের বেলা কাজের চাপে
হয় না স্বপ্ন দেখা
রাতের বেলা ঘুমিয়ে খুঁজি
স্বপ্ন-ভুবন রেখা।
নানা রঙের আবির মেখে
স্বপ্নরা যায় এঁকে
স্বপ্ন দেখা সেই যে শুরু
ছোট্টবেলা থেকে।
জীবন গড়ার স্বপ্ন দেখি
লেখাপড়া শিখে
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে
বিশ্বে চতুর্দিকে।
খেলার মাঠে ছুটে যাওয়া
জেতার স্বপ্ন দেখে
সে কি লড়াই! বড়াই সহ-
আবেগও যাই মেখে।
স্বপ্ন জয়ের খোঁজে আজো
নিয়ম মেনে চলা
সুর-ছন্দে গান-কবিতায়
দেশের কথা বলা।
কিশোরবেলার স্বপ্ন এমন
স্মৃতির পাতায় দোলে
চলার পথে এগিয়ে যেতে
স্বপ্ন-দুয়ার খোলে।