উঠানকোণে ঝোপের পাশে
দুষ্ট টুনির বাসা
হাওয়া দোলে ফুলে ফুলে
কচি লাউয়ের মাচা।
চুপিচুপি লুকিয়ে খুকি
দেখবি টুনির ছানা
ভুলেও কভু ধরতে ওদের
মা করেছে মানা।
কয়দিন পরে দেখবি খুকি
ছোট্ট ছানা খেলে
ফুড়–ৎ ফড়–ৎ লাফিয়ে ডালে
ধরবে ডানা মেলে।
রোজ বিকালে খেলবি যখন
কানামাছি খেলা
ঝোপের ঝাড়ে পাখির গানে
বসবে তখন মেলা।