দাদুর মুখে শুনছে খোকন
পেতনী ভূতের গল্প
করছে তখন ধড়ফড়ে বুক
বলছে বলো অল্প।
বলছে দাদু যেতে খোকন
মানা ফুলের বাগে
রাতের বেলা পেতনী ভূতে
ডাকছে খুবই রাগে।
শুনছে পেয়ে পেতনীর কথা
কাঁপছে খোকন সোনা
ফুলের বাগে যেতে মানা
বলছেও বোন রুনা।
কারণ?-
ফুল ছিঁড়ে দেয় খোকন সোনা
করছে যে তাই! বারণ।