সোনার থালা চাঁদের থালা
ছড়িয়ে দিলে আলো,
আলোর পরশ পেয়ে সবার
মন হয়ে যায় ভালো।
চাঁদরে ও চাঁদ এতো আলো
কোথায় পেলি বল?
তোর আলোতে নদী ও জল
করে রে ঝলমল।
পল্লী গাঁয়ে পথিক হাঁটে
জোৎসনা মাখা পথে,
ঠনঠনিয়ে ভনভনিয়ে
চলছে যে যার মতে।
সওদা নিয়ে বাহন চলে
রাতেরই জোৎসনায়,
চাঁদের আলোয় ঝিকিমিকি
নদীর মোহনায়।
চাঁদের আলো নদী জলে
মিশে একাকার,
ট্যাক্স লাগেনা, কর লাগেনা
কার এমন কারবার?