ছায়া
জাহিদ হাসান
একটা প্রবাহমান নদীতে বইছে ভালবাসার স্রোত ধারা
পাল তুলে মাঝি নৌকা বেয়ে যায় ভাটিয়ারী পাড়া।
কাহারও মন বসে ভাবে কোন সে দূরের কথা
অস্ফুট স্বরে মন মন্দিরে আকিঁছে নিরব কথার মালা।
ও মাঝি ফিরে আস যদি আমারি মনের ঘাটে
অঞ্চলে গাথা মঞ্জিলে আকাঁ ভালবাসায় বাধব।
পরানের গহীন কোণে উঠেছে প্রেমের জোয়ার
বুঝলে না মাঝি নৌকা ভাসালে আজি কাদল আখি।
আবার যখন আসবে ফিরে ভালবাসার কিনারায়
তখন আমায় খুজ না মাঝি ভালবাসার আলয়।
খুজে দেখ মোরে তারার মাঝে চিনতে পারবে কি আমায়
আলোক বর্তিকা হয়ে পথ দেখিয়ে যাব আধার বেলায়।
ভালবেসে আমি ভালবাসার তুলিতে রং মেখে গেলাম
আমার পদাংক একেঁ গেলাম আমি তোমার বন্ধ জানালায়।
তখন অদৃশ্য তবুও দৃশ্য মান হয়ে চোখে ভাসব
ভালবাসার এ বিনি সুতায় আমারে বেধে রেখ।
আরও পড়ুন: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেনাপোল সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
[…] আরও পড়ুন: ছায়া | জাহিদ হাসান […]