ছড়া গান
সালমা সেতারা
ছড়া গান করি আমি
খুদে শিল্পি
বাঁশী আর একতারা
পাশে ডুগডুগি
খুদে শিল্পি আমি খুদে শিল্পি
দিলি লন্ডন আমেরিকা ঘুরে
বাঁশী হাতে আসি আমি
বটতলে ফিরে,
ধানশীষে দোলা দিয়ে
মেঠো পথে বসি
চপল হাওয়ার তালে
বাজে এই বাঁশী
ছড়া গান করি আমি খুদে শিল্পি
বাশী আর একতারা
পাশে ডুগডুগি
খুদে শিল্পি আমি
খুদে শিল্পি