বিকেলের আকাশে আজ
দেখা যাচ্ছে রংধনুর খেলা
কাজ করতে করতে বুঝতে পারিনি
কখন যে চলে গেছে বেলা
একটা বালক আকাশে উড়াচ্ছে ঘুড়ি
মনে হয় আজ সুতো কাটবে চাঁদের বুড়ি
দূর থেকে ভেসে আসছে
ভিভির বাংলা গান কানে
সব কিছু ল-ভ- করে দিয়েছে
দু-তিন দিনের বানে
চোখ বি¯ৃÍত আকাশের দিকে
ঝড় এলে সব আশা হয়ে যায় ফিকে
মুখে কথা নেই, একটুও যে
খুবই চিন্তায় আছ তুমি
কলম চলছে আপন মনে
এটাই আমার জন্মভূমি।