ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও নজরুল প্রমীলা পরিষদ এর অন্যতম প্রতিষ্ঠাতা ডা. ম আ আ মুক্তাদীর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।

রবিবার, আশ্বিন ২৬, ১৪২৭ ( Sunday, October 11, 2020 ) সকাল ১০ টার দিকে রাজধানীর মিরপুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে। তিনি বতর্মানে রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক অস্ত্রপাচার শেষ হলেও বড় অস্ত্রপাচার লাগার সম্ভাবনা রয়েছে।
ডা. ম আ আ মুক্তাদীর জানান, প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের সহধর্মীনির চিকিৎসা সহযোগিতার জন্য সকালে একটি মোটরসাইকেলে চড়ে তিনি মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ডা. ম আ আ মুক্তাদীর গোল্ডেন এরা কিডস স্কুল এর পরিচালনা পরিষদ এর সদস্য ও উক্ত স্কুলের বেগম রোকেয়া পাঠচক্রের উপদেষ্টা।
এছাড়াও আরো বহু সামাজিক ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত জনাব মুক্তাদীর।
কচিপাতা ম্যাগাজিনে নিয়মিত লিখেন এবং কচিপাতা ম্যাগাজিনের একজন একনিষ্ট শুভাকাঙ্খি ও সহযোদ্ধা।