একদিন এক বিকেল বেলা আমি নানুভাই ও তন্বী আপুর সাথে বের হলাম। পথে এক ভিক্ষুক দাদুর সাথে দেখা। ভিক্ষুক দাদু গড়িয়ে গড়িয়ে পথ চলছিল। দেখে আমার ভারি কষ্ট হলো। নানুভাই ভিক্ষুক দাদুটিকে দশটাকা দিলেন। আমি পাশের মাঠে সাইকেল চালাতে চলে গেলাম। খেলাধুলা শেষে নানুভাই বাজার করতে গেলেন। আমার বাজার দেখতে খুব ভালো লাগে। হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলাম, তখন সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ দেখলাম ঐ ভিক্ষুক দাদুটা আমার নানুভাইয়ের বাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমিতো অবাক! আমি এক দৌড়ে মায়ের কাছে এলাম। মাকে দাদুটার কথা বললাম। মা বললেন, কিছু দুষ্ট লোক এমন খারাপ কাজ করে।
আমি ভয় পেলে মা আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাদের আশে পাশে এমন দুষ্ট লোকের পাশাপাশি ভালো লোকও থাকেন। তাই ভয় পাওয়ার কিছু নাই। আমি খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলাম।
লেখক: তাওসিফ তাহমিদ নীল
বয়স ৬ বৎসর ৭ মাস, শ্রেণি- কেজি
স্কুল- অনন্যা একাডেমি, মতিঝিল, ঢাকা।