নতুনত্বের আবিস্কার | বৈশাখী দাস ঝিলিক

1
381
নতুনত্বের আবিস্কার | বৈশাখী দাস ঝিলিক

নতুনত্বের আবিস্কার

    বৈশাখী দাস ঝিলিক

নিশ্চিত হয়ে বহু আগেই তুমি
নতুনত্বের আবিষ্কার করে
সমাপ্তি করেছিল
আমার এই পুরনো অধ্যায়ের
তোমার এই হঠাৎ পরিবর্তনে
ব্যাপক পরিমাণ আঘাত পেয়েছিলাম

হৃদয় ফেটে চৌচির হয়ে গিয়েছিল
তীব্র যন্ত্রণায় ক্ষত-বিক্ষত হয়েছিল
প্রতিটি পথের বাক
অসহায়ত্বের প্রতিধ্বনিতে বাকরূদ্ধ
হয়েছিল পুরো পৃথিবী টা
কারণ আমার সমস্ত পৃথিবীই তোমাকে ঘিরে

দীষাহীন চোখে খুঁজেছি শুধুই তোমাকে
আমার অস্তিত্বই তো তোমাকে ঘিরে
তবুও তুমি একমুহূর্তের জন্যও আসেনি ফিরে
আমিই পরগাছার মতো ঝুলে থাকতে চেয়েছিলাম
তোমার জীবনে অবিরত..

হৃদয় নিঙড়ানো সমস্ত ভালোবাসা দিতে চেয়েছিলাম
তোমাকে উজাড় করে!
বার বার ব্যর্থ হয়েও থাকতে চেয়েছিলাম
আপন শক্তিতে
জলন্ত অগ্নি শিখার মতো দগদগে ভালোবাসা
আজ অসহ্যকর অবহেলায় হার মেনে নিয়ে
উচ্ছেদ করতে বার্ধ্য হলো এই আঁধারের নিশিতে।

আরও পড়ুন: নববর্ষের প্রত্যাশা | কোমল দাস

1 মন্তব্য

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.