নববর্ষের প্রত্যাশা
কোমল দাস
বলো না গো নববর্ষ,
তুমি এলে কেন সকলের মনে
জাগরিত হয় হর্ষ?
নতুন কিছুই দেখি না তো আমি
পাই না তো বৈচিত্র্য,
বলো তবু কেন
তুমি আসলেই
জেগে ওঠে এ চরিত্র?
সেই তো আগেরই অমানবিকতা
সেই তো আগেরই ত্রুটি,
যার কারণেই লাফালাফি দেখে
ধেয়ে আসে যে ভ্রুকুটি!
তুমি কি পারো না আসবার কালে
মানবতা নিয়ে আসতে?
তুমি কি পারো না তোমার চরণে
সব নাশকতা নাশতে?
পারো যদি তুমি বলো তবে কেন
এতো এতো অনাচার?
বুকে হাত দিয়ে বলো না নতুন
এই দায়ভার কার?
তোমাকে নিয়ে যে অপ্রতুল আশা
জমে আছে বহু বুকে,
দয়া করে তুমি এসব আশাকে
মেরো না গো ধুঁকেধুঁকে।
শেষ করো তুমি আপন জ্যোতিতে
ধরনীর সব জ্বরা,
পারছি না সইতে এখন
জগতের এই খরা।
আবার যদি আসতেই হয়
তবে আসো বীর সেজে,
পৃথিবীতে যতো অনাচার আছে
শেষ করো নিজ তেজে।
[…] আরও পড়ুন: নববর্ষের প্রত্যাশা | কোমল দাস […]