আমি হলাম পথের শিশু
থাকি রাস্তাঘাটে
মাঝেমধ্যে ফুটপাটেতে
কিংবা খেলার মাঠে।
দুমুঠো ভাত পাই না খেতে
অনাহারে রোজ
খিদের জ্বালায় চিৎকার করি
নেয় না কেউ খোঁজ।
ছেঁড়া পোশাক পরে থাকি
দ্বারে দ্বারে যাই
দুটো পয়সা চাইলে বলে
তাদের কাছে নাই।
শীতের সময় উদোম গায়ে
রাস্তায় পড়ে রই
খাবার, পানি কিংবা পোশাক
পাবো বলো কই?