রাসেল রাসেল ডাকছি তোরে
কোথায় গেলি তুই!
লক্ষ্মী ভাইটি আয় না কাছে
একটুখানি ছুঁই!
তোর মাঝে আর আমার মাঝে
নেই তো কোনো দূর
বুকের ভেতর কে বাজালো
বিষাদ বীণার সুর।
আদর করে তোর কপালে
এঁকে দিতাম চুম
রূপকথার সব গল্প বলে
পারিয়ে দিতাম ঘুম।
ঘুমের ঘোরে খুঁজতি আমায়
হাসু আপু কই?
মধুর সে সব স্মৃতি ভেবে
পাথর হয়ে রই।
শূন্য বুকে রাখছি ধরে
পাহাড় সমান শোক
তোর জন্য এই ফরিয়াদ
বেহেস্ত নছিব হোক।