ফরিদ সাইদ -এর সদ্য প্রকাশিত ছড়া-কবিতা গ্রন্থ “হাত বাড়ালেই ঝরনা” -এর প্রকাশনা উৎসব

0
1178
ফরিদ সাইদ -এর সদ্য প্রকাশিত ছড়া-কবিতা গ্রন্থ “হাত বাড়ালেই ঝরনা” -এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ঢাকার একটি রেস্টুরেন্টে গত ৩০ মার্চ ২০১৮ তরিখে। সুন্দর পরিচ্ছন্ন, গোছানো মার্জিত ছিল পুরো অনুষ্ঠানটি। কবি মনিরউদ্দীন ইউসুফপুত্র সাইদ আহমদ আনিস -এর সভাপতিত্বে বিশিষ্ট ছড়াকার ও সংগঠক মানসুর মুজাম্মিলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নজরুল একাডেমীর সাধারন সম্পাদক ও বিশিষ্ট নজরুল গবেষক মিন্টু রহমান।

প্রবন্ধ পাঠকরেন কবি নূর আল ইসলাম।

আলেয়া বেগম আলো

বিশেষ অতিথি ছিলেন কবি গবেষক ও সাংবাদিক আবদুল মুকীত চৌধুরী, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রতিষ্টাতা সুলতানা রিজিয়া,নাট্যব্যক্তিত্ব লুৎফুল আহসান বাবু, শিশু কিশোর পত্রিকা কচিপাতা সম্পাদক আলেয়া বেগম আলো। আরো উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব নূর হোসেন রানা, আবৃওিকার শামিমা চৌধুরী, সাংবাদিক আব্দুর রহমান মল্লিক, ফ্রেন্ডস সার্কেলের সভাপতি সেলিম আহমেদ, পরিচালক নরিঙ কাশেম, কবি নাজমুল আহসান, কবি আলম শামস, কবি গিয়াস হায়দার, নাট্যকার পার্থ কায়সার, কবি পেয়ারা বেগম, সংগঠক মোহাম্মাদ আকবর, কবি আতিয়ার রহমান, কবি আলাউদ্দিন গাজী,ডাঃ মুক্তাদির, কবি আঃ সালাম চৌধুরী, ছড়াকার ফরিদুল হক রেন্টু সহ অর্ধশতাধিক কবি সাহিত্যিক বৃন্দ। আগত অতিথিদের দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অুনষ্ঠানটি। অনুষ্ঠানে কবির লেখা থেকে আবৃওিতে অংশগ্রহন করেন এ প্রজন্মের বিভিন্ন কবিরা এবং কবির মেয়ে ফারিন খান।

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.