প্রবন্ধ পাঠকরেন কবি নূর আল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কবি গবেষক ও সাংবাদিক আবদুল মুকীত চৌধুরী, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের প্রতিষ্টাতা সুলতানা রিজিয়া,নাট্যব্যক্তিত্ব লুৎফুল আহসান বাবু, শিশু কিশোর পত্রিকা কচিপাতা সম্পাদক আলেয়া বেগম আলো। আরো উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব নূর হোসেন রানা, আবৃওিকার শামিমা চৌধুরী, সাংবাদিক আব্দুর রহমান মল্লিক, ফ্রেন্ডস সার্কেলের সভাপতি সেলিম আহমেদ, পরিচালক নরিঙ কাশেম, কবি নাজমুল আহসান, কবি আলম শামস, কবি গিয়াস হায়দার, নাট্যকার পার্থ কায়সার, কবি পেয়ারা বেগম, সংগঠক মোহাম্মাদ আকবর, কবি আতিয়ার রহমান, কবি আলাউদ্দিন গাজী,ডাঃ মুক্তাদির, কবি আঃ সালাম চৌধুরী, ছড়াকার ফরিদুল হক রেন্টু সহ অর্ধশতাধিক কবি সাহিত্যিক বৃন্দ। আগত অতিথিদের দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অুনষ্ঠানটি। অনুষ্ঠানে কবির লেখা থেকে আবৃওিতে অংশগ্রহন করেন এ প্রজন্মের বিভিন্ন কবিরা এবং কবির মেয়ে ফারিন খান।