বঙ্গবন্ধু অনলাইন এশিয়ান ইয়োগা চ্যাম্পিয়নশীপ ২০২১ এ বাংলাদেশ ৫টি স্বর্ণ, ৩টি রুপ্য ও ১টি তাম্র পদক পেয়ে রানার-আপ হয়। উক্ত খেলায় ইন্ডিয়া চ্যাম্পিয়ন এবং ইরান দ্বিতীয় রানার-আপ হয়। ১৭ই ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে বাংলাদেশী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন শারমিন আফরোজ সুমি, ব্যবস্থাপনা পরিচালক ও কো-ফাউন্ডার, ম্যাসলো বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন। সভাপতিত্ব করেন গ্র্যান্ডমাস্টার এ.বি.জেড নায়েন পোস্টিং, চেয়ারম্যান, উপকান দো মার্শাল আর্ট বাংলাদেশ ও সভাপতি, ডব্লিউওয়াইএফ বাংলাদেশ ইয়োগা ফেডারেশন।
অনুষ্ঠান পরিচালনা করেন গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক, ডব্লিউওয়াইএফ বাংলাদেশ ইয়োগা ফেডারেশন।
আয়োজনে করেন ‘ডব্লিউওয়াইএফ বাংলাদেশ ইয়োগা ফেডারেশন’ । ম্যাসলো বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন, ইয়োগা কাউন্সিল অফ এশিয়া, ওয়ার্ল্ড ইয়োগা ফেডারেশন।
উল্লেখ্য যে,গত ১৮,১৯,২০শে নভেম্বর ২০২১ ইং অনলাইন মাধ্যমে “বঙ্গবন্ধু অনলাইন এশিয়ান ইয়োগা চ্যাম্পিয়নশীপ ২০২১” অনুষ্ঠিত হয়।