কচিপাতা প্রতিবেদক : বঙ্গবন্ধু অনলাইন এশিয়া ইয়োগা প্রতিযোগিতা ২০২১ উপলক্ষে ডব্লিউওয়াইএফ বাংলাদেশ ইয়োগা ফেডারেশন আয়োজিত ও ম্যাসলো বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় “বঙ্গবন্ধু ইয়োগা কোচেস ট্রেনিং ক্যাম্প ও রেফারি সেমিনার ২০২১” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাসলো বাংলাদেশ এর ব্যবস্হাপনা পরিচালক শারমিন আফরোজ সুমি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন সহ-সভাপতি এ.বি জেড নায়েন পোস্টিং।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন “ডব্লিউওয়াইএফ বাংলাদেশ ইয়োগা ফেডারেশন” এর সাধারণ সম্পাদক সর্বজিৎ চন্দ্র সূত্রধর।
বাংলাদেশের বিভিন্ন জেলার কোচ ও রেফারি অংশগ্রহণ করেন এবং ১৩ জন সফলভাবে সনদপত্র পান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও ইয়োগা কাউন্সিল অব এশিয়া।
কচিপাতা ম্যাগাজিনের সম্পাদক আলেয়া বেগম আলো এতে অংশ নেন ও সার্টিফিকেট প্রাপত হন। উল্লেখ্য আলেয়া বেগম ২০১০ সাল থেকে ইয়োগা চর্চা করেআসছেন।
