আকাশ থেকে ঝরছে বারি, বাড়ছে নদীর জল
এই না দিনে ভাঙল বুঝি রহিমুদ্দির কপাল
খাল ডুবল, বিল ডুবল, ডুবল নদীর চর
পথ ডুবল, মাঠ ডুবল, ডুবল খড়ের ঘর।
রেল লাইনেও ওঠছে পানি, বাজার গেছে ডুবে
কিচ্ছু তো আর রইল নাকো ডুবতে বাকি তবে
মানুষ হইছে গৃহবন্দী, পশুপাখি সব
মুক্তি দাও কষ্ট থেকে; সবার মুখে রব।
ঘর ছেড়েছে অনেকে আর ছাড়ছে বসত বাড়ি
বিদ্যালয়ে হয়েছে আজ তারা আশ্রয়ধারী
জলের ঢেউয়ে ভাঙছে বাড়ি, ভাঙছে অনেক ঘর
উজান বাওয়া নদীটা আজ বড়ই স্বার্থপর।
বানভাসিরা আজকে ভীষণ-ভীষণ অসহায়
উঁচু তলার মানুষেরা ফিরে না তাকায়!
খাবার পানির যা ছিল তা সব হয়েছে শেষ
তাই তো আজি দেখছি তাদের দুখের লেশ।