বৈচিত্রময় স্বপ্নের বাংলা
আমেনা খাতুন
স্বপ্ন সাধের বাংলা আমার
তবু রক্ত জমাট বাঁধা
রাত জাগা সেই স্বপ্নগুলো
এখন হলো গোলক ধাঁধা
বুনো শাখে তরুলতা
ভোর সকালে পাখির গানে
সোনা রোদে মন ভরে যায়
সবুজ পাতার পাকা ধানে
বাংলাদেশের ঘরে ঘরে
নিরবে ঘুমায় বঙ্গমাতা
ভয় করে না কারো মনে
স্বপ্ন সুখের এই স্বাধীনতা।