খেলাধুলায় জিতে যাওয়া
পুরস্কার ও বাহ্বা পাওয়া
ধন্যবাদও ভালো
তারচে’ ভালো মিলেমিশে বন্ধু হয়ে থাকা
সবাই মিলে মহৎ কাজে একসাথে হাত রাখা।
ত্যাগ করা চাই ছলাকলা
নয় কখনো মিথ্যে বলা
আড্ডা ছাড়াও ভালো
তারচে’ ভালো সত্য কথা সহজ করে বলা
বুক ফুলিয়ে সকল সময় ন্যায়ের পথে চলা।
নিত্য নতুন রঙিন জামা
আদর দেয়া মামী-মামা
চাচ্চুরাও ভালোÑ
তারচে’ ভালো পিতা-মাতা এবং তাদের দোয়া
সুযোগ পেলে ভক্তিভরে তাদের পায়ে ছোঁয়া।
কেরমা পোলাও কোপতা পায়েশ
খাবার পরে একটু আয়েশ
বিশ্রামও যে ভালোÑ
তারচে’ ভালো নিত্য দিনের বিদ্যালয়ের পড়া
এবং জ্ঞানের আলো দিয়ে জীবনটাকে গড়া।