কচিপাতা : ১ বৈশাখ ১৪২৬, ১৪ এপ্রিল ২০১৯।
সর্বস্তরে বাংলা ভাষা, বাংলা সন-তারিখ এবং বাংলা নামফলক প্রবর্তনের দাবি।
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ উদ্যোগে আজ ৩০ চৈত্র ১৪২৫, ১৩ এপ্রিল ২০১৯, শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সর্বস্তরে বাংলা ভাষা, বাংলা সন-তারিখ এবং বাংলা নামফলক প্রবর্তনের দাবিতে পথসভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ও জাদুঘরের নির্বাহী পরিচালক এম আর মাহবুব এর সভাপতিত্বে ডা. এম এ মুক্তাদীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি সৈয়দ নাজমুল আহসান, ড. মোমতাজ উদ্দিন আহমদ, ছড়াকার মানসুর মুজাম্মিল, হাফিজুর রহমান কবির, সালমা আহমেদ হীরা, নুর হোসেন রানা, মোসলে উদ্দিন খান মজলিস, জামাল উদ্দিন, কবি আফরোজা মুন্নি, কবি ফরিদ সাঈদ, কবি মোস্তফা মুনতাজ, সাঈদ জুবায়ের প্রমুখ।
বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা, বাংলা সন-তারিখ এবং বাংলা নামফলক লাগানো বা ব্যবহারের ব্যাপারে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। সাথে সাথে সরকারকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা ও জনগণকে উদ্বুদ্ধ করার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।