মা
চিঠি আহসান
মা দেখালো পৃথিবীর মুখ,
মা আমার সর্ব সুখ।
মা আমার জন্মদাত্রি,
মা আমার চোখের পাতা।
হাসিলে মায়ের মুখ,
দুরে যায় সব দুখ।
লেখাপড়া ভালো হলে,
মায়ের মত খুশি আর,
এই জীবনে হয় না কেউ।
ঘরে ঘরে মা আমার
কত নাম করে বলে
মোর খুখু মনি,
সোনার খনি,
শুনে মন ভরে,
একটি কথায় মানুষ,
হওয়া চাই,
মায়ের আদর আর কোন খানে
কেউ পাবে না ভাই।