যশোরে ১১৪ পত্রিকা হকারকে মশারি উপহার

1
92
যশোরে ১১৪ পত্রিকা হকারকে মশারি উপহার

যশোরে ১১৪ পত্রিকা হকারকে মশারি উপহার। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) যশোর শাখার উদ্যোগে ১১৪ পত্রিকা হকারকে মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রেসক্লাব যশোর মিলায়তনে এ মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্যার সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোর সম্পাদক এসএম তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিপিএমপিএ’র সাধারণ সম্পাদক ডা.আবু সুফিয়ান শান্তি।

আরও পড়ুন: শিম-বরবটি চাষে স্বাবলম্বী কেশবপুরের সিরাজুল

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দৈনিক গ্রামের কাগজ পত্রিকা সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান লাভলু,দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন প্রমুখ।

1 মন্তব্য

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.