আঠারোই অক্টোবরে
শেখ মুজিবের ঘরে
আনন্দ সুখ বয়ে,
হাসি মুখে একটি ছেলে
এলো আলো হয়ে।
আদর করে সেই ছেলেকে
রাখলো রাসেল নাম,
সোনার ছেলে হবে দেশের
বিশ্বে পাবে দাম।
বাবার সাথেই এদেশ নিয়ে
সুখের স্বপ্ন আঁকে,
দেশের জন্য হবে বড়
চিনবে সবাই তাকে।
স্মরণ বরণ যখন শুনি
সেই রাসেল আজ নেই,
চক্ষু ফেটে অঝর ধারায়
জল আসে ভাবলেই।