রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসামের ভাষা শহীদ দিবস পালিত

0
1184
নিজস্ব প্রতিবেদক: কচিপাতা ম্যাগাজিন ১৯ মে. ২০১৮, ৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ।
আজ ১৯ মে, ৫ জ্যৈষ্ঠ, কেন্দ্রীয় শহীদ মিনারে আসামের ভাষা শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে এক আলোচনাসভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অনুষ্ঠানে নারীনেত্রী বিশিষ্ট লেখিকা সেলিনা খালেকের সভাপতিত্বে ডাঃ এম এ মুক্তাদীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা, ভাষাসৈনিক আব্দুল করিম পাঠান, ভাষাসৈনিক রেজাউল করিম, ভাষাসৈনিক আব্দুল মতিন এর সহধর্মীনি গুলবদন নেছা মনিকা মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলা ভিশনের উপদেষ্টা পিআইবির সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক,  ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি এম আর মাহবুব, ছড়াকার মানসুর মুজাম্মিল, কবি সৈয়দ নাজমুল আহসান, লেখক আখতারুন নাহার আলো, সাংবাদিকনেতা রাজেন্দ্র দেব চন্দ্র মন্টু, অধ্যক্ষ সালমা আহমেদ হীরা, নাট্যাভিনেতা নূর হোসেন রানা, কচিপাতা ম্যাগাজিনের সম্পাদক আলেয়া বেগম আলো, ভাষা আন্দোলন গবেষক মীর শামসুল আলম বাবু, কবি আফরোজা মুন্নি, সাংস্কৃতিক সংগঠক রিফাত আমিন, ফটোগ্রাফার রিয়াদ মাহমুদ খান, কবি মিনহাজ উদ্দিন, সংগঠক হাসানুল বান্না প্রমুখ। ১৯৬১ সালের এই দিনে আসামের শিলচরে বাংলাকে রাজ্যভাষা করার দাবিতে ১১ জন বীরবাঙালি শহীদ হন। ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ ২০০৩ সাল থেকে আসামের ভাষাশহীদ দিবস স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে আসছে। প্রতি বছরের মত এবারও আসামের ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসামের ভাষা শহীদদেরকে যথাযথভাবে সম্মান জানানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান করা হয়।
 
 
 

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.