রাজু পিতৃহীন এক বালক। ৭/৮বছর আগে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল, মানুষের দ্বারে দ্বারে ঘুরে কিছু সহযোগিতা নিয়ে কোনরকম দিনযাপন করতো। ২য় শ্রেণি পড়ুয়া মেয়েটি খেয়ে না খেয়েও স্কুলে পড়তো, অনেকের কাছে আবেদন করে, জীবিকা নির্বাহ করার জন্য একটি মিশুক-আটোরিকশা পাবার জন্য, সবাই আশ্বাস দিলেও কেহ এগিয়ে আসেনি, অবশেষে বিবেক ফাউন্ডেশন তার পাশে দাঁড়াল, ৯০হাজার টাকা দিয়ে রাজুকে একটা অটোরিকশা কিনে দেয় বিবেক ফাউন্ডেশন।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমকি গ্রামের রাজু রিকশা পেয়ে অত্যন্ত খুশি, এবং বিবেক ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। রিকশার চাকার সাথে রাজুর ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা করছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।