রোহিঙ্গাদের কান্নাকাটি
অশ্রু ভিজে গাল
শিশু-কিশোর বৃদ্ধাদের
রক্তে বন্যা খাল।
সেদিন ঝুঝবে তোর শিশুটি
অঝর রক্তে ভাসবে
কাঁদবে সুচি দেখবে সবাই
রোহিঙ্গারা হাসবে।
যে ভূমিতে জন্ম নিলো
সে ভূমিতে ঠাঁই নাই
মরা পচা লাশের গন্ধ
মানব পুড়ে ছাই।
সৃষ্টিকর্তা প্রভুর কৃপায়
ঠাঁই হয়েছে শেষে
জননেত্রী শেখ হাসিনা
দিলেন বাংলাদেশ।