বিশ্ব সাহিত্য কেন্দ্রে গতকাল (২৩ মার্চ) শনিবার বিকাল ০৪টায় ‘লাটাই ছড়া সাহিত্য পুরস্কার’ -২০১৭-১৮ ও ফারুক হোসেনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা শিশু সাহিত্যের খ্যাতিমান লেখক আলী ইমাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন শিশু সাহিত্যিক আলম তালুকদার, শিশু সাহিত্যিক আসলাম সানী, শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, বাংলা একাডেমীর উপপরিচালক আমিনুর রহমান সুলতান, কবি ফজলুল হক তুহিন।
২০১৭সালে লাটাই ছড়া সাহিত্য পুরস্কার প্রাপ্তরা হলেন, ফারুক নওয়াজ, ফারুক হোসেন ( আজীবন সম্মাননা), হাসান হাফিজ, স.ম শামসুল আলম, আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত, মঈন মুরসালিন।
২০১৮ সালের পুরস্কার প্রাপ্তরা হলেন, আনজীর লিটন, রোমেন রায়হান, ওয়াসিফ-এ-খোদা, নীহার মোশারফ, আহমাদ স্বাধীন পুরস্কার পান। অনুভূতি ব্যাক্ত করেন- ছড়াকার ফারুক নওয়াজ, হাসান হাফিজ, ফারুক হোসেন, আনজীর লিটন, আহমেদ সাব্বির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘লাটাই ছড়া সাহিত্যের উৎকর্ষতায় নিয়মিত দশ বছর ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। খ্যাতিমান ছড়াকারদের পাশাপাশি তরুন ছড়াকারদের বিষয়ভিত্তিক ছড়ায় পুরস্কার দিয়ে নতুন মাত্রা সৃষ্টি করেছে।’
উল্লেখ্য, ‘লাটাই ছড়া সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে ছড়াকার মামুন সারওয়ার সম্পদিত ছড়াকাগজ ‘লাটাই: ফারুক হোসেন সংখ্যার’ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি আবিদ আজম।