লালমনিরহাটে ১৭কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল গ্রেফতার

0
73
লালমনিরহাটে ১৭কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল গ্রেফতার

লালমনিরহাটে ১৭কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল গ্রেফতার। লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় হইতে ১৭ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও অটো ইজি বাইক সহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর  থানার পুলিশ।

লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম, এর নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃ ফরহাদ হোসেন,ও সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাট সদর থানাধীন কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার হইতে অনুমান ৫০০ গজ উত্তরে হবির মোড়ে জনৈক হবির পান সিগারেটের দোকানের পশ্চিম পাশ্বে কুলাঘাট টু বড়বাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে  উজ্জল চন্দ্র রায়(৩৫) এর হেফাজতে থাকা ১৭ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারী চালিত অটো ইজি বাইকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এবং পুলিশ উপস্থিত টের পেয়ে অপর আসামী মমিন মিয়া(২৫) পালীয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী হলেন উজ্জল চন্দ্র রায়(৩৫), পিতা-মহেশ্বর চন্দ্র রায়, গ্রাম- তিস্তা (মাঝাপাড়া),থানা ও জেলা -লালমনিরহাট। পলাতক আসামী হলেন মমিন মিয়া(২৫), পিতা-অজ্ঞাত ,সাং- অজ্ঞাত, থানা- ফুলবাড়ী, জেলা –কুড়িগ্রাম। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মালা হয়  মামলা নং-১৪, ধারা- ৩৬ (১) সারণির ১৯(গ)/৪১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

আরও পড়ুন: জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেলো ‘উন্মাদ’ ও ইয়াংগুয়াং ম্রো

লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলম,জানান গোপন সংবাদের ভিত্তিতে কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় হইতে ১৭ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও অটো ইজি বাইক সহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট সদর  থানার পুলিশ।

একটি রিপ্লাই দিন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.