শিশুদের বড়ো হবার স্বপ্ন দেখাও
নবী (দঃ) চরিত পড়তে শেখাও
শিশুরা অবুঝ— ওরা চিনুক সবুজ
মাঠ চরাচর চিনতে শেখাও
শিশুদের মহৎ হবার স্বপ্ন দেখাওÑ,
শিশুদের সহজ-সরল
মানুষ হবার স্বপ্ন দেখাও
বনবাদারে-দূর পাহাড়ে
নদী-সাগর চেনাও তারে,
মহাভারত পড়তে শেখাও
রবীন্দ্রনাথ পড়াও-লেখাও
ন্যায়ের জন্য লড়তে শেখাও
দেশ-জাতি-কাল গড়তে শেখাও
শিশুদের স্বপ দেখার স্বপ্ন দেখাও।