আগামী দিনের ভবিষ্যত
যারা আজকের শিশু
তোমরা ভাবছো কিছু?
বর্তমান ও অনন্তকাল
পৃথিবীর সব কিছু
পাবে আজকের শিশু।
আজকে যারা অনেক কিছু
বলছো বা করছো কিছু
তাই কি হচ্ছে সকল কিছু?
তাই পৃথিবীর সকল শিশু
তাদের স্ব স্ব দেশে সবকিছু
তাদের স্বার্থে চলুক সকল ইস্যু।
তারা চায় মন্ত্রাণালয় হোক শিশুর
চলবে একত্রে সকল শিশু
শিশু মন্ত্রাণালয়ের পিছু পিছু।