অবুঝ শিশু ছোট্ট রাসেল
বিভোর ছিলো ঘুমে
ঘুমের ঘোরে গুলির শব্দ
শুনতে পেলো রুমে।
বত্রিশ নম্বর বাড়ি তখন
ঘাতক সেনায় ঘেরা
চতুর্দিকে চলছে গুলি
নেই নিরাপদ ডেরা।
বঙ্গবন্ধু হুংকার ছাড়ে
বজ্রকঠিন সুরে
ঘাতকেরা কাঁপতে থাকে
একটুখানিক দূরে।
অকাল মৃত্যুর কোলে মুজিব
পড়লো হঠাৎ নুয়ে
শোকের ছায়া নামলো যেনো
বাংলার আকাশ ছুঁয়ে।
ঘাতকচক্র সবাই ছিলো
রাজাকারের পক্ষে
খুন থেকে তাই শিশু রাসেল
পেলো না শেষ রক্ষে!