সাহিত্য পত্রিকা সারেঙ-এর উদ্যোগে গতকাল শুক্রবার মানিক মিয়া ফাউন্ডেশন মিলনায়তনে এক সাহিত্য সভা আয়োজন করা হয়। সারেঙ সম্পাদক আবদুর রহমান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক কবি গীতিকার ও গবেষক ড. তপন বাগচী । বিশেষ অতিথি ছিলেন কবি ও লেখক সাইদুজ্জামান শিপন, কবি আতিক হেলাল, কবি হুমায়ন হাসান । অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক ও কলামনিস্ট জামালুদ্দীন বারী, কচিপাতার সম্পাদক আলেয়া বেগম আলো, কবি ও সাংবাদিক নাসরীন গীতি, সাহিদুল ইসলাম, হামীম হাফিজুল্লাহ, সুজন বিশ্বাস, দেওয়ান অপু, গোপাল মজুমদার প্রমুখ। মনমুগ্ধকর উপস্থাপনা ও আবৃত্তিতে সভাটি খুবই প্রাণবন্ত হয়ে উঠেছিল ।