স্বপ্ন আমার মানুষ হবো
করবো লেখাপড়া,
দেশটা নিয়ে আঁকবো ছবি
লিখবো অনেক ছড়া।
স্বপ্ন দেখি আকাশ নিয়ে
জ্বলবো তারার মত,
হারিয়ে যাবো ফুল বাগানে
যেন শিশুর মত
মায়ের কাছে গান শুনবো
মিষ্টি মধুর সুরে,
নৌকা নিয়ে ছুটবো আমি
অনেক অনেক দূরে।
স্বপ্ন আমার পাখির ডাকে
উঠবো ভোরে জেগে,
শিশির ভেজা দূর্বা ঘাসে
দুহাত নেবো মেখে।
স্বপ্নগুলো সত্যি হলে
লাগবে দারুন ভালো,
মুঠো মুঠো ছড়িয়ে দেবো
মিষ্টি রোদের আলো।