বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু সপ্তাহ ২০১৮ উপলক্ষে গতকাল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ-বাশিকপ শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা চারটি বিভাগে অনুষ্ঠিত হয়। ক বিভাগে প্রতিবন্ধী শিশুদের জন্য উন্মুক্ত; খ বিভাগে ০-৬ বছরের শিশুদের জন্য উন্মুক্ত; গ বিভাগে ৭-১২ বছরের শিশুদের জন্য খেলাধুলা ও গ্রামবাংলার চিত্র এবং ঘ বিভাগে ১২-১৮ বছরের শিশুদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক চিত্র আঁকা নির্ধারিত ছিল। প্রতিযোগিতায় বাশিকপ অন্তর্ভুক্ত ৪০টি শিশুসংগঠন ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলের শতাধিক প্রতিযোগী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চিত্রশিল্পী কনকচাপা চাকমা প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং একটি চিত্র অংকন করে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদকে উপহার দেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাশিকপ সাধারণ সম্পাদক নূরুল করিম চৌধুরী জিন্নাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ খান, কাউন্সিলর শামীম পারভেজ, এ কে এম রুহুল ইসলাম টিপু, সালাহউদ্দিন কুটু ও আতিকুর রহমান উজ্জ্বল।
বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশল্পী জাহাঙ্গীর আলম।