“স্বপ্নডানা সাহিত্যপ্রকাশ” একটি প্রকাশনা এবং সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ৷ শুদ্ধ সাহিত্য চর্চা ও কবি লেখকদের মধ্যে সম্প্রতি বাড়ানোর লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু৷
স্বপ্নডানা’র আত্মপ্রকাশ ২৮ এপ্রিল ২০১৮। অত্যন্ত বর্ণিল , আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ হয়৷ উপস্থিত ছিলেন স্বনামধন্য কবি সাহিত্যিকগণ ও দেশবরেণ্য ব্যক্তিবর্গ৷ সেই থেকে স্বপ্নডানা সাহিত্যপ্রকাশ” এর পথ চলা শুরু ৷ একে একে সম্পন্ন হয়েছে ছয়টি সাহিত্য সভা ও তিনটি কেন্দ্রীয় কমিটি মিটিং ৷
স্বপ্নডানা সাহিত্যপ্রকাশ” প্রতিমুহুর্তে স্বপ্ন দেখে, এক মাত্র স্বপ্নই পারে পথ চলা অব্যাহত রাখতে৷ একদিন কিছু করে দেখানোর প্রত্যয় লালন করতে৷
স্বপ্নডানা’র সহযোগী সংগঠন দু’হাত বাড়িয়ে” নিরলস কাজ করে যাচ্ছে৷ ছোট হোক, তবু কিছু তো হোক এই মর্ম নিয়ে৷

“স্বপ্নডানা সাহিত্যপ্রকাশ” যার শ্লোগান “আলোর পথে যাত্রা”। যার প্রতিষ্ঠাতা জেসমিন রুমি বলেন
“আমি নিজেকে একজন আলো’র পথের যাত্রী মনে করি এবং দেখতে চাই কাঙ্খিত আলো’র পথে৷ জীবন চলার পথ সবসময় মসৃন হয় না৷ অনেক চড়াই উতরাই ,উঁচু নীচু পথ পাড়ি দিতে হয় ৷ তেমনি একটি প্রতিষ্ঠান কে কাঙ্খিত স্থানে দেখতে অনেক সময়, শ্রম এবং কঠিনের মুখোমুখি হতে হয়৷
তাতে আমি ভীতু নই, আমি বলি
গুণ নাইবা গাও
নুন কেনবা দাও
আরো বলি সব সময় সবাইকে , “সাথে থাকুন” “স্বপ্নডানা সাহিত্যপ্রকাশ” এর প্রতি সকলের দোয়া আছে , এটাকে পুঁজি করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ৷

